মজিলা ফায়ারফক্স কনফিগার করে ইন্টারনেটের ব্রাউসিং স্পিড আপ করুন (৩২টা ট্রিকস এক পোস্টে)


আজকে আমরা দেখবো কিভাবে মজিলা ফায়ারফক্স খুব সহজে কনফিগার করে ইন্টারনেটের স্পিড বারানো যায়। এটা অনেক পুরনো একটা ট্রিকস কিন্তু খুবি কাজের।অতীতে এ নিয়ে অনেক শুনেছেন বা নিজেও করেছেন।তাই আজকে কিছু নতুন জিনিস ও দেখাবো।চলেন আমরা আজকে আরো সহজে কিভাবে করা যায় তা দেখি।

টিউন ইনস্টলেশন:-

মিনিমাম ইউসার লেভেল – মিড লেভেল
ডিফিকাল্টি – ১০%


ডাউনলোড - করার কিছু নাই এই টিউন

চলুন শুরু করে দেই:-
*** মজিলা অপেন করে এড্রেসবারে টাইপ করুন about:config enter দিন একটা লিখা আসে এরকম "i will be careful, i promise" OK দিয়ে ভিতরে ঢুকুন।
*** উপরে লিখা আছে "filter" পাশে একটু খালি জায়গা লিখার জন্য, তাই না? ঐ খালি জায়গায় লিখুন network.http.
এখন নিচের কাজ গুলো করুন নিচের ছবির মত। (এর পরের গুলো আর ছবি দিলাম না, ঠিক আছে? একি ভাবে করবেন। পারবেন না? আমি ত আছি ই, হিহি)

১। network.http.pipelining: ডাবল ক্লিক এটাকে true করে দিন।
২। network.http.proxy.pipelining: ডাবল ক্লিক এটাকে true করে দিন।
৩। network.http.pipelining.maxrequests: ডাবল ক্লিক করে 8 করে দিন।
৪। network.http.max-connections: ডাবল ক্লিক করে 96 করে দিন।
৫। network.http.max-connections-per-server: ডাবল ক্লিক করে 32 করে দিন।
নোট:- যে কনো কিছু চেন্জ করতে বললে সেটা filter এ লিখে ইন্টার দিবেন তাহলে চলে আসবে পরে আমি যে ভাবে বলেছি নিচের ট্রিকস গুলোতে সেভাবে দরকার মত চেন্জ করে নিবেন ডাবল ক্লিক করে করে।
৬। রি-স্টোর যেমন বন্ধ করা যাবে, তেমনই এটি কতক্ষন পর পর সেভ করবে তা ঠিক করে দেয়া যায়। browser.sessionstore.interval কে 60000 করে দিলে 1 মিনিট পর পর সেব হবে।
৭। প্রতিবার অ্যাড অন ইনস্টল করার সময় কয়েক সেকেন্ড করে অপেক্ষা করতে হয়। security.dialog_enable_delay থেকে 2000 পরিবর্তন করে 0 দিলে সাথেসাথে ইনস্টল শুরু হবে
৮। ফায়ারফক্স সব গুলো লাইনে স্পেল চেক করে না, যদি চান সব গুলো টেক্সট বক্সে স্পেল চেক করুক তাহলে
layout.spellcheckDefault খুজে ডাবল ক্লিক করে 2 করে দিন
৯। source code যদি নতুন নিজের ইচ্ছা মত এডিটরে দেখতে চান খুজে বের করুন view_source.editor.external তারপর true করে দিন, এখন এটা বের করে view_source.editor.path বলে দিন আপনে কিসের দারা অপেন করতে চান। যেমন নোটপেড
১০। কারও যদি টুলবার সবসময়ই দরকদর হয় তবে অটোহাইড বন্ধ করা নেয়া যাবে। browser.fullscreen.autohide এটা True করলে সবসময় অটোহাইড
False (সবসময় টুলবার থাকবে)
১১। Tools->Add-ons->Get Add-ons থেকে অ্যাড অন সার্চ করা যায়। এখানে একবারে ৫টি ফলাফল দেখায়। চাইলেই এর সংখ্যা বাড়ানো যায়। extensions.getAddons.maxResults এখান থেকে 5 এর বদলে যত চান সেটা দিন
১২। যে কনো লিংকে ক্লিক করলে নিউ টেব আসবে, এমন করতে চাইলে, এটা খুজে true করে দিন।
browser.search.openintab
১৩। আমরা অনেক সময় বড় বড় ফাইল ডাউনলোড করলে এন্টি ভাইরাস সেটা স্কেন করা শুরু করে, সেটা বন্ধ করতে চাইলে filter এর জায়গায় এটা লিখে খুজে বের করে ডাবল ক্লিক করে এটার মান false করে দিন।
browser.download.manager.scanWhenDone
১৪। ফায়ারফক্স সর্বচ্চ 500MB ক্যাশ হিসাবে ব্যাবহার করে। browser.cache.offline.capacity এর 512000 থেকে বড় কোন নম্বর দিলে ক্যাশ বাড়বে মানে স্পিড বারবে। যেমন 999999
১৫। Backspace বাটনটি ২টা কাজ করে আগের পেজে যেতে বা Page up এর কাজে। browser.backspace_action থেকে 0 দিলে আগের পেজ ওপেন হবে 1 দিলে Page up হবে।
১৬। অটো স্ক্রল চালু করতে নিচের মত অপশনগুলা সেট করে অটোস্ক্রল অন করতে হবে। middlemouse.contentLoadURL করে False করে দিন। middlemouse.openNewWindow কে False করে দিন। middlemouse.paste কে False করে দিন। general.autoScroll কে True করে দিন।
১৭। জুম এর মান যদি আপনার পছন্দ না হয় তবে তা চেন্জ করতে পারবেন। zoom.maxPercent কে 300 থেকে বড় কোন নম্বর দিন।
১৮। কোন সাইটের অ্যাড্রেস লেখা শুরু করলে এর বাকি অংশটুকু লেখা হয়ে যাবে। browser.urlbar.autofill কে True করে দিন।
১৯। ওয়েবপেজ জুম করে দেখা যায়। সব পেজই যদি সমান জুম ব্যাবহার করতে পারেন। browser.zoom.siteSpecific কে False করে দিন।
২০। সাইটের যেখানে ক্লিক করা হয় সেখানেই কার্সরটি বসে থাকে তাই না? কিন্তু এটি চেন্জ করা যায়। browser.urlbar.clickSelectsAll কে False করে দিলে ক্লিক করা জায়গায় কার্সরটি থাকবে, True করে দিলে সম্পূর্ণ লেখা সিলেক্ট হবে।
২১।কনো উইনডো মিনিমাইজ করা হলে এটি ভার্চুয়াল মেমরীতে চলে যাবে ফলে প্রায় 10MB জায়গা এটি ছেড়ে দেয়, যখন আবার কাজ করা হবে তখন এটি এর প্রয়োজন মত জায়গা ব্যাবহার করে এটি ফায়ারফক্সে ডিফল্ট ভাবে থাকেনা । about:config পেজ এর খালি জায়জায় মাউসের ডান বাটন ক্লিক করে New > Boolean সিলেক্ট করে লিখুন config.trim_on_minimize ভ্যালু দিন True
২২। ফায়ারফক্স এ ১টা স্কিপ্ট এর রেসপন্স পারাব জন্যা মাত্র প্রায় অনেক খন অপেক্ষা করতে হয় তাই না?। মাঝে মাহে ওয়ার্নিং ম্যাসেজ দেখায়। তাই স্লো ইন্টারনেট ব্যাবহার করলে এই সময় বাড়িয়ে লোনে স্পিড আপ হবে। dom.max_script_run_time কে 20 করে দিন চাইলে আরো বেশী করুন।
২৩। প্ট্যাবে Close বাটন থাকে যদি চান এটার দরকার নাই থালে বদলে নিন। browser.tabs.closeButtons কে যদি 0 দেন তাহলে Close বাটন থাকবে 1 দিলে সবগুলা ট্যাব-এ Close বাটন থাকবে 2 দিলে কোথাও কোন Close বাটন থাকবে না 3 দিলে একেবারে শেষ প্রান্তে একটা Close বাটন থাকবে।
২৪। অনেকগুলা ট্যাব ওপেন করতে থাকলে ট্যাব গুলার সাইজ বড় হবার পর ট্যাব গুলা পর পর ওপেন হতে থাকে স্ক্রল করে ট্যাবগুলা দেখতে হয়। ট্যাব এর আকার কমিয়ে দিলে আগের চাইতে বেশি ট্যাব ওপেন হবার পর স্ক্রল করতে হবে। এটা চেন্জ করতে চাইলে browser.tabs.tabMinWidth কে 0 করে দিন বা নিজের মন মত দিয়ে নিন।
২৫। সাইটের ছবি গুলো আরও ভালো কোয়ালিটিতে দেখতে চান? gfx.color_management.enabled কে True করে দিন। (তবে এটা করলে লোড হতে একটু টাইম বেশী লাগে। দরকার হলে করে নেন।)
২৬। কোন ওয়েব সাইটের ঠিকানা লেখার সময় নিচে একটি সাজেশন লিস্ট ওপেন হয়। সেখানে ১২ টি সাজেশন থাকে। এটা আরো বারাতে চাইলে browser.urlbar.maxRichResults কে 12 চেন্জ করে যত চান তত দিয়ে দিন। ২০ দিলে ২০টা সাজেশন দেখাবে।
২৭। হটাত মজিলা বন্ধ করলে বা ক্রাশ করলে তা রি-স্টোর করা যায়। অনেকের এই অপশনটি ভালো লাগে না তাই চাইলে এটি বন্ধ করে নিন। browser.sessionstore.enabled কে False করে দিলে বন্ধ হয়ে যাবে।
২৮। আমরা অনেক সময় বড় বড় ফাইল ডাউনলোড করলে এন্টি ভাইরাস সেটা স্কেন করা শুরু করে, সেটা বন্ধ করতে চাইলে filter এর জায়গায় এটা লিখে খুজে বের করে ডাবল ক্লিক করে এটার মান false করে দিন।
browser.download.manager.scanWhenDone
২৯। অনেক গুলো ট্যাব এক সাথে ব্রাউস করলে র‍্যাম অনেক বিজি হয়ে যায়। তাই ক্যাশ পায়ার আরো বারাতে
browser.cache.disk.capacity কে 51200 মুঝে দিয়ে আরো বারিয়ে নিন। যেমন হতে পারে 99999
৩০। মজিলা থেকে নটিফিকেশন যেমন ডাউনলোড কমপ্লিটেড বা নিউ মেইন এটার সময় বারাতে চাইলে জলদি অপেন করতে চাইলে alerts.TotalOpenTime কে ডিফল্ট থেক বারিয়ে দিন এখানের এমাউন্ট আছে মিলি সেকেন্ডে। যত কম দিবেন তত জলদি অপেন হবে। তবে বেশী কম দিবেন না।
৩১। আপনার মজিলা বার বার ক্রাশ করলে কি করতে হবে? দেখুন।
{972ce4c6-7e08-4474-a285-3208198ce6fd} এটা লিখে সার্চ দিন আপনার পিসিতে, তারপর ডিলিট করে দিন হয়ে যাবে আসা করি।
অথবা,
আপনার পিসির টেম্প ফাইল গুলো ডিলিট করেন। go to start –> run –> type %temp% –>select all the files there and delete
অথবা,
এড অনস গুলো সব ডিলিট করে দিন। তারপর চেক করুন ঠিক হলো কিনা, হয়ে গেলে এড অনস গুলো চেক করে করে আবার ইনস্টল করুন।
অথবা,
1.Uninstall firefox
2.Get your PC scanned for viruses
3.Download latest firefox
3.Re-Install new firefox
নোট:- যদি চান আপনার আরো এমন কিছু দরকার তাহলে। এখনে গিয়ে দেখতে পারেন এখানে সব দেয়া আছে বিস্তারিত। মজিলার নিজের সাইট এটা। আমি যেগুলো দরকার জাস্ট সেগুলো আপনাদের বললাম।
http://kb.mozillazine.org/Firefox_:_FAQs_:_About:config_Entries
*** এখন আপনার মজিলা ব্রাউসার টা বন্ধ করে আবার অপেন করুন।সবাইকে ধন্যবাদ।
৩২. মজিলা ফায়ারফক্সের কীবোর্ড শর্টকাট-
-> End – ওয়েবপেজের সম্পূর্ন নিচে যাওয়ার জন্য
-> Home – পেজের সম্পূর্ন উপরে যাওয়ার জন্য।
-> Spacebar — পেজের নিচের দিকে যাওয়ার জন্য (প্রতিবারে পূর্ন স্ক্রীন পরিমান জায়গা নিচের দিকে স্ক্রল হবে)
-> Shift + Spacebar — পেজের উপরের দিকে যাওয়ার জন্য (প্রতিবারে পূর্ন স্ক্রীন পরিমান জায়গা উপরের দিকে স্ক্রল হবে)
-> Down Arrow – নিচের দিকে স্ক্রল করার জন্য
-> Up Arrow – উপরের দিকে স্ক্রল করার জন্য।
ট্যাব, বুকমার্ক ও পেইজ বিষয়ক শর্টকাট
-> Ctrl + = — জুম ইন (লেখার আকার বড় হবে)
-> Ctrl + – —জুম আউট (লেখার আকার ছোট হবে)
-> Ctrl + P — বর্তমান পেইজটি প্রিন্ট করুন।
-> Ctrl + H — আপনার ব্রাউজিং ইতিহাস (হিস্টোরী) দেখুন।
-> Ctrl + T — নতুন একটি ট্যাব খুলুন।
-> Ctrl + W — বর্তমান ট্যাবটি বন্ধ করুন।
-> Ctrl + Tab — পরবর্তী ট্যাবে স্থানান্তরিত হওয়ার জন্য।
-> Ctrl + Shft + Tab — পূর্বের ট্যাবে ফিরে যাওয়ার জন্য।
-> Ctrl + 1-9 — সংখ্যা নির্বাচনের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট সংখ্যার ট্যাবে যাওয়ার জন্য
-> Ctrl + B — বুকমার্ক কলাম খুলুন।
-> Ctrl + I — বুকমার্ক কলাম বন্ধ করুন।
-> Ctrl + D – বর্তমান পেইজটির জন্য বুকমার্ক তৈরি করুন।
-> Ctrl – scroll up — জুম আউট (লেখার আকার ছোট করার জন্য)
-> Ctrl – scroll down — জুম ইন (লেখার সাইজ বড় করার জন্য)
-> Shift – scroll down – পূর্বের পেজে ফিরে যাওয়ার জন্য।
-> Shift – scroll up – পরের পেজে যাওয়ার জন্য।
-> Middle click on link —যেকোনো লিঙ্ক নতুন ট্যাবে খোলার জন্য।
-> Middle click on a tab — ট্যাব বন্ধ করার জন্য।
-> Alt + Home — হোম পেইজ লোড হবে।
-> Ctrl + L — এড্রেস বারে যান
-> Ctrl + K — সার্চ বক্সে যান।
-> F5 — বর্তমান পেইজটি রিলোড হবে



https://www.facebook.com/RtCyberZoneSolutionCentre

Comments