Not Responding প্রোগ্রামটি বন্ধ করার মাধ্যমে হ্যাং সমস্যার সমাধান।


সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে ভালো আছেন। আমাদের কম্পিউটার চালানোর সময় দেখাযায় মাঝে মাঝ হ্যাং হয়ে যায়। আর এই হ্যাং হওয়া বন্ধ করার জন্য বিভিন্ন সিস্টেম চালু আছে। আজ আমি আপনাদের সাথে আরও একটি উপায় নিয়ে আলোচনা করছি।

নিচের ধাপগুলো অনুসরন করুনঃ
১। প্রথমে start Menu থেকে Run এ যান।

২। এখানে লিখুন regedit এবং Enter চাপুন
৩। Hkey_Current_User এ ডাবল ক্লিক করুন।
৪। Control Panel এ ডাবল ক্লিক করুন।
৫। Desktop এ ডাবল ক্লিক করুন।
৬।এখন ডান পাশের  auto end task এ ডাবল ক্লিক করুন।
৭।  এখানে Value Data  হিসেবে 0 এর পরিবর্তে 1 লিখে OK  ক্লিক করে বের হয়ে আসুন।
এবার আপনার কম্পিউটার Restart দিন
আপনি Not Responding প্রোগ্রামটি বন্ধ করে দিয়েছেন ।
এর ফলে আর  PC হ্যাং হবে না বলে আশাকরা যায়।।
সবাই ভাল থাকবেন।।

Comments