আমার মত সবাই একটি সমস্যাতে পরেন তা হল ইন্টারনেট অটো ডিসকানেকট হয়ে যাওয়া । ডাউনলোড দিয়ে রেখেছেন , কিছুক্ষণ পর এসে দেকলেন নেট ডিসকানেকট হয়ে আছে । অথবা রাতে ঘুমানের আগে ডাউনলোড দিয়ে ঘুমিয়েছেন, সকালে ঘুম থেকে উঠে দেখলেন কিছুই ডাউনলোড হয় নি । তখন কেমন লাগে বলুন ? আজ সকালে ঘুম থেকে উঠার পর আমার এই হাল ই হয়েছে । মুলত এই কারণেই এই টিউন টি করছি ।
আজ কে আপনাদের যে সফটওয়্যার টা দিব তা নেট ডিসকানেকট হয়ে গেলে অটো রিকানেকট করে দিবে । এটা ব্রডব্র্যান্ড এ সবচেয়ে ভাল কাজ করে ।
সফটওয়্যার টি মাত্র ২১০ কিলোবাইট । এবং এটা পোর্টেবল সফটওয়্যার । তাই ইন্সটল করার কোন ঝামেলা নেই ।
or
ডাউনলোড Click On Download Link Wait For Five Seconds Then Press
Comments
Post a Comment