এখন থেকে বিরক্তিকর adf.ly লিংক বাইপাস্ করুন খুব সহজেই [মোবাইল ব্যবহারকারীদের জন্য]


প্রিয় ভিজিটর ভাইয়েরা এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? ভাল থাকেন সেটাই আশা করি। তাই যদি সাধ্য থাকে তাহলে আপনাদের সমস্যা দূর করার চেষ্টা করি এবং নিজে যা জানি তা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি।
যাই হোক আমার আজকের পোষ্ট কীভাবে adf.ly লিংক বাইপাস্ করবেন…

অনেকদিন ধরেই দেখে আসছি ব্লগ, ওয়েবসাইটের লেখক বা এডমিনরা কিছু টাকা উপার্জন করার জন্য তাদের ব্লগ বা ওয়েবসাইটে file, software এর ডাউনলিংক এবং website এর এড্রেস adf.ly তে দিচ্ছে। এতে ৫০-৬০% ভিজিটর সুবিধা বঞ্চিত হচ্ছে, যারা শুধুমাত্র মোবাইল ব্যবহারকারী। তাই আজকে আমি আপনাদেরকে ১টি পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দেব। ভালো করে পড়ুন, তারপর হয়তো বলবেন – adf.ly বাইপাস্ করা এত্ত সোজা!!
প্রথমে আপনার opera বা অন্য কোনো ব্রাউজারে একটি bookmark এড করুন। যার address বারে নিচের কোডটি লিখুন,
javascript:showSkip();
এবং adf.ly killer নামে save করুন।
এখন একটি adf.ly এড্রেস ভিজিট করুন (যেমন: adf.ly/GUSzp) । তারপর ঐ [adf.ly killer] bookmark টি ভিজিট করুন। পরের পেজ লোড হওয়ার পর দেখবেন skip ad নামে একটা লিংক এসেছে, ঐটাতে ক্লিক করুন। তারপরও যদি short কৃত লিংক না আসে তাহলে আবার skip ad এ ক্লিক করুন। অবশ্যই কাজ হবে।
adf.ly এর মতো আরো ৬০-৭০ বা তার চেয়েও বেশি website এভাবে বাইপাস্ করা সম্ভব।
বিঃ দ্রঃ এখানে adf.ly বাইপাস্ বলতে adf.ly তে short কৃত লিংকটি উদ্ধার করার কথা বুঝানো হয়েছে।
পোষ্টে ভুল হলে বা কোনকিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন।
 Copy post
 পোষ্টটি লিখেছেন: DesiRocker

Comments