এন্ড্রোয়েডে সহজে বাংলা লিখুন ১৬৮কেবির সফটওয়্যার দিয়ে।

android
সবাইকে আমার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এন্ড্রোয়েডে যারা বাংলা লিখতে পারেন (আমার এ পোস্ট তাদের জন্য নয়)
শুধুমাত্র অন অভিজ্ঞ বন্দুদের জন্য। এন্ড্রোয়েড বাংলা লিখা খুব সহজ যদি আপনার ডিভাইসে বাংলা কীবোর্ড সফটওয়্যার টি ইন্সটল এবং সেটিংস করা থাকে আপনি পিসির মত অনায়াসে বাংলা লিখে যেতে পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় হল যদি আপনার এন্ড্রোয়েড ডিভাইসে
এই সফটওয়্যার টি  ইন্সটল করা থাকে তাহলে যে কোন বাংলা শব্দ পুরা লিখতে হয়না আপনার চাহিদা মাপীক শব্দটি এখানে সামান্য টাইপ করা মাত্রই ভেসে উঠে ওই ক্যাটাগরির সব গুলি শব্দ।
প্রথমে এখানে ক্লিক করে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। ডাউনলোড এবং ইন্সটল আপনার ডিভাইস দিয়ে ও করতে পারেন বা পিসি দিয়ে ডাউনলোড করে ডাটা ক্যাবল দারা এন্ড্রোয়েডে কপি পেস্ট করুন। এবং ইন্সটল করে নিন ইন্সটল শেষে এবার আপনি Menu>Settings>Language & input>Mayabi keyboard] সিলেক্ট করে বের হয়ে আসুন এবার আপনি ব্যাবহার করতে পারেন এবং আপনার এন্ড্রোয়েড ডিভাইসটি রেডি বাংলা লিখার জন্য, যখন বাংলা লিখার প্রয়োজন শুধু কীবোর্ড থেকে মায়াবী সিলেক্ট করুন এবং লিখতে থাকুন বাংলা।
আজ এ পর্যন্তই
সবাই ভাল থাকুন
আল্লাহ হাফিজ
>>মিয়াজী<<

Comments