EagleGet” খুব চমৎকার একটি ডাউনলোড ম্যানেজার

eagle get
আমরা যারা কম্পিউটারে ইন্টারনেট থেকে বিভিন্ন কিছু ডাউনলোড করতে চাই, তাদের জন্য ডাউনলোড ম্যানেজার খুবই জনপ্রিয় একটি থার্ড পর্টি টুল।সাধারনত ফ্রি আর প্রফেশানল টুলের মধ্যে অনেক রকমের ডাউনলোড ম্যানেজার আছে। এদের মধ্যে অন্যতম চমৎকার একটি ডাউনলোড ম্যানেজার হলো EagleGet নামের ফ্রি একটি ডাউনলোড ম্যানেজার সফটওয়ার।
EagleGet-Home
EagleGet নামের ডাউনলোড ম্যানেজার সফটওয়ারটি Internet Explorer, Firefox, Google Chrome, Opera সহ জনপ্রিয় প্রায় সব ব্রাউজারেই কাজ করে। এটি দিয়ে YouTube সহ অনলাইনের বিভিন্ন সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে এটি দারুন কার্যকর একটি সফটওয়ার। ভিডিও’র উপর মাউস ধরলেই ডাউনলোড অপশন চলে আসে।
Smart-YouTube-Grabber
তাছাড়া কম্পিউটারে ইনস্টলের পরে এটি কন্টেক্স মেন্যুতে যুক্ত হয়, এবং ডাউনলোডের পর পপ মেন্যু’র মাধ্যমে ফাইল ব্রাউজ করার সুবিধা আছে, ইচ্ছে মত কনফিগার করতে পারেন । এর সাইজটাও খুব বেশি না।
eagle get 2
EagleGet ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটি ডাউনলোড করুন এখানে

Comments