Photo Verification থেকে রক্ষা করুন আপনার ফেসবুক ID কে ।

কেমন আছেন সবাই। আশা করি সবাই ভাল আছেন।
আমারা যারা ফেসবুক ব্যবহার করি, তাদের অনেকেই একটি সম্যসার মুখমুখি হই, আর তা হলো Photo Verification,
fb problem 4
আসুন জেনে নেই কিভাবে দূরে থাকা সম্ভব।
১. অপরিচিত কাউকে Friend request পাঠাবেন না, আমাদের অনেকেরই একটি অভ্যাস হল অনেক request পাঠিয়ে দ্রুত friend বাড়ানো ।
আর এটার কারনেই photo verification বেশী হয়ে থাকে ।
২. Review posts friends tag>ON করে রাখুন, কারন বেশী tag হলে photo verification চায়। ON রাখলে যারা আপনার

পরিচিত না তাদের গুলো Ignore/Tag Remove
করে Save করতে পারেন। যদি ON করতে না জানেন তাহলে log in করে নিচের নিয়ম দেখুন setting>Privacy>Timeline and Tagging>Edit Settings>Review posts friends tag you in before they appear on your timeline>Edit>Turn On Timeline Review
৩. Id খুলতে যে email অথবা phone number ব্যবহার করছেন, ওটা ভুলে ও remove করবেন না। আর রিমুভ করলে পরবর্তীতে যেইটা দিয়েছেন সেইটা কোন এক জায়গায় লিখে রাখবেন ।
এইগুলো ঠিকমতো করলে আপনার কাছে ফেসবুক কর্তৃপক্ষ কখনো photo verification অথবা conformation কোড চাইবে না ।

সবাই ভালো থাকবেন।
@ হিমালয়

Comments