নিজে একটি Locker বানান এবং বিভিন্ন ফাইল locker এ রেখে locker lock করুন

images


আমরা অনেক সময় বিভিন্ন জিনিস Hide করতে নানা Software use করি।আমি আজকে এমন একটি Trick শিখাবো যার ফলে কোন Software ছাড়াই নানা ধরনের ফাইল, ফোল্ডার Hide করতে পারি।
১) প্রথমে Notepad open করুন।

1
২)নিচের Code টি Notepad-এ Copy-Paste করুন।

2

  • @ECHO OFF
  • title Folder Private
  • if EXIST “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” goto :UNLOCK
  • if NOT EXIST Private goto :MDLOCKER
  •  :CONFIRM
  • echo Are you sure you want to lock the folder(Y/N)
  • set/p “cho=>”
  • if %cho%==Y goto :LOCK
  • if %cho%==y goto :LOCK
  • if %cho%==n goto :END
  • if %cho%==N goto :END
  • echo Invalid choice.
  • goto :CONFIRM
  •  :LOCK
  • ren Private “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
  • attrib +h +s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
  • echo Folder locked
  • goto :End
  •  :UNLOCK
  • echo Enter password to unlock folder
  • set/p “pass=>”
  • if NOT %pass%== password here goto :FAIL
  • attrib -h -s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
  • ren “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” Private
  • echo Folder Unlocked successfully
  • goto :End
  •  :FAIL
  • echo Invalid password
  • goto :end
  •  :MDLOCKER
  • md Private
  • echo Private created successfully
  • goto :End
  •  :End
৩) যে জায়গায় ” Password Here” কথাটি লেখা সেখানে কথাটি মুছে আপনার পছন্দ মতো Password দিন।
3
৪) ফাইলটির নাম দিন locker.bat এবং save as type এ গিয়ে ” All Files” click করে save করুন।
4

৫) এবার window টি close করে দিন।
5
৬) এবার ডাবল Click করে locker ফাইলটি খুলুন। সাথে সাথে আপনি ” Private ” নামক নতুন Folder পাবেন।
6
৭) আপনি যেসব জিনিস Hide করতে চান সেগুলো Copy করে ”Private” নামক Folder-এ গিয়ে Paste করুন
7

৮) Paste করা শেষ হলে locker এ click করে open করুন।।
৯)আপনি একটি লেখা দেখতে পাবেন
Are you sure you want to lock the folder(Y/N)
১০) এরপর y লিখে Enter করলে  Private Folder টি lock হয়ে যাবে
১১) এরপর Private Folder unlock করতে হলে locker এ click করে open করতে হবে।এরপর ৩ নম্বর ধাপে যে Password লিখেছিলেন সেটি লিখলে private folder unlock হবে
আর কিছু লিখবো না।ভালো লাগলে Comment করবেন।

পোষ্টটি লিখেছেন: Anindha Priyam

Comments